Friday, February 12, 2016

সমান্তরাল প্রবাহ:



প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি দুটি ডানায় ওপর ভর করেই পাখি আকাশে ওড়ে। একটি ডানা যদি ভেঙে যায় পাখি কি আকাশে আগের মতো উড়তে পারবে?---পারবে না। আমাদের দেহ ও মনের অবস্থা ঠিক এই রকম। শারিরীক ও মানসিকভাবে একজন সুস্থ মানুষ মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়তে পারেন। নিরলস পরিশ্রমের মাধ্যমে সম্ভাবনার দ্বারে পৌঁছাতে পারেন। মন ও দেহের সমান্তরাল অবস্থার মাধ্যমে ধাপে ধাপে সাফল্যের পথে অবগাহন করা যায়। বজ্রপ্রাণ শরীর ও মনের সমান্তরাল প্রবাহ সৃষ্টি করে। 


No comments:

Post a Comment